জামালপুর সদর উপজেলা সমিতি,ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গত ১২ এপ্রিল’২২ অফিসার্স ক্লাবে জামালপুর সদর উপজেলা সমিতি,ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১২ এপ্রিল”২২ অফিসার্স ক্লাব ঢাকায় জামালপুর সদর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি,জনাব মো. মাহবুবুর রহমান রিপন, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ, জামালপুর সদর উপজেলা সমিতি,ঢাকার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। অনু্ষ্ঠানটি পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজু।
ইফতার ও দোয়া মাহফিলে ঢাকাস্থ জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়নের প্রায় চারশ(৪০০) বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিল। অনুষ্ঠানে সমিতির সম্মানীত সদস্য জনাব মোঃ হাবিবুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সফল করার জন্য সমিতির সভাপতি মুস্তাকীম বিল্লাহ ফারুকী সবাইকে ধন্যবাদ জানান