অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ
অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছে জামালপুর সদর সমিতি। শুক্রবার সকালে শহরের হাই স্কুল মাঠে ঢাকাস্থ জামালপুর সদর সমিতির আয়োজনে সাড়ে ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ১৫টি ইউনিয়নে ১৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।
ঢাকাস্থ জামালপুর সদর সমিতির সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, অতিরিক্ত জলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগর সভাপতি এড. বাকী বিল্লাহ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, জামালপুর প্রসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফজলে এলাহী মাকাম, ঢাকাস্থ জামালপুর সদর সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সামসাদ লাকী, আজাদ রাহানী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক জুয়েল তথ্য ও গবেষনা সম্পাদক এবং ওয়ান ভিশন টিভির সিইও আল-মামুন অটু,দপ্তর সম্পাদক রাকিব সকাল, শিক্ষা সম্পাদক সোরোয়ার তালুকদার, সদস্য খাইরুল ইসলামসহ আরো অনেকে ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকাস্থ জামালপুর সদর সমিতির সংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক।
বক্তব্যের পর সামাজিক দূরত্ব বজায় রেখে সাড়ে ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও সাবান। পরে শহরের ফৌজদারী মোড়ে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সদরের ১৫টি ইউনিয়নে ১৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।
রাজন্য রুহানি, জামালপুর:
পিবিএ/এমআর