সদস্যঃ-
ঢাকায় বসবাসরত (ঢাকা মহানগরী, নারায়নগঞ্জ, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার এবং গাজীপুর) জামালপুর সদর উপজেলার ১৮ বৎসর হইতে যে কোন বয়সের ব্যক্তি সদস্য হইতে পারিবেন।
সাধারণ সদস্যঃ- ঢাকা প্রবাসী জামালপুর সদর উপজেলার যে কেহ এককালীন অন্তর্ভূক্তি ফি ১০০০/- (এক হাজার টাকা) সমিতির বিকাশ নাম্বার/ব্যাংক অ্যাকাউন্ট/নগদ প্রদান পূর্বক সমিতির প্রতি আনুগত্য স্বীকার করিয়া সাধারণ সদস্য হইতে পারিবেন। সাধারণ সদস্যদের বাৎসরিক নবায়ন ফি ৫০০/- (পাঁচশত টাকা)।
আজীবন সদস্যঃ- ঢাকা প্রবাসী জামালপুর সদর উপজেলার যে কেহ এককালীন অনূন্য ৩,০০০ (তিন হাজার) টাকা সমিতির বিকাশ নাম্বার/ব্যাংক অ্যাকাউন্ট/নগদ প্রদান পূর্বক সমিতির প্রতি আনুগত্য স্বীকার করিয়া নির্বাহী পরিষদের অনুরোধক্রমে জীবন সদস্য হইতে পারিবেন। জীবন সদস্যের বার্ষিক চাঁদা দেওয়ার প্রয়োজন হইবে না। তাহার ভোটাধিকার থাকিবে।
বিঃদ্রঃ বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিকাশ ফি সহ পাঠাতে হবে।
বিকাশ নম্বরঃ
০১৭১১১৮০৫১৪, ০১৭১৬৪৯১৮৭১
রকেট নম্বরঃ
০১৭১৬৪৯১৮৭১৫
ব্যাংক হিসাবঃ
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (মহাখালি শাখা)
হিসাব নামঃ জামালপুর সদর উপজেলা সমিতি,ঢাকা
হিসাব নম্বরঃ ২৪৯৩৬ (সঞ্চয়ী হিসাব)