মুক্তিযুদ্ধ

মহান স্বাধীনতা সংগ্রামে জামালপুর সদর উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নানাভাবে স্মরণীয় হয়ে আছে। মুক্তিযুদ্ধ চলাকালে জামালপুর অঞ্চলটি ১১নং সেক্টরের অন্তর্ভূক্ত থাকায় এখানে অনেকগুলো স্মরণীয় ঘটনা ঘটেছে। জামালপুর পি.টি.আই’তে আধুনিক অস্ত্র-শস্ত্র সজ্জিত প্রশিক্ষিত পাক বাহিনীর অন্যতম ঘাঁটি ছিল। জামালপুরের পাথালিয়া, পিটিআই, ছনকান্দা, শরীফপুর এবং দিগপাইত এলাকায় ১৯৭১ সালের  ডিসেম্বরে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। এ সব যুদ্ধে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনগণের প্রবল আক্রমণের ফলে পাক হানাদার বাহিনীর জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় এবং বহু রাজাকার, আল বদর ও পাক সেনা নিহত হন। মূলত ১৯৭১ সালের ১০ ডিসেম্বর জামালপুর শত্রু মুক্ত হয় এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ ফয়েজুর রহমান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল জামালপুর শহরে প্রথম  স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মরহুম হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থের রচয়িতা। তিনি জামালপুর শহরে মিয়া পাড়ায় অবস্থান করেন  এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যে সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের নাম ও ঠিকানা নিম্নরুপ :

জামালপুর সদর উপজেলার গেজেটে প্রকাশিত শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা

ক্র. নংপদবীনামপিতার নামগ্রামডাকঘর
১। নায়েকসিদ্দিকুর রহমানমৃত ময়েজ উদ্দিন ভুলক্রমে রহমত আলী হয়েছেদেওয়ানপাড়াজামালপুর
২। এল.এসহেলাল উদ্দিন আহম্মেদমৃত এ.জে.এম সামস উদ্দিন আহম্মেদদেওয়ানপাড়া             ,,
৩।      —গজনবীনাহার মন্ডলপাথালিয়া              ,,
৪।      —ইদ্রিস আলীকেনা শেকপাথালিয়া              ,,
৫।     —হাবিবুর রহমানগমেজ শেখ (মেরু শেখ)চন্দ্রা              ,,
৬। হাবিলদারগোলাম রসুলজাবীর খাঁবামুন পাড়া             ,,
৭।হারুনসেকান্দর আলীযোগী ঘোপা             ,,
৮।       —দুলাল কুমার দাসমৃত অজিত কুমার দাসবসাক পাড়া             ,,
৯। ল্যান্সনায়েকআব্দুল মজিদমোঃ ছাবেদ আলীশাহপুর              ,,
১০।স্যাপারমোঃ আমজাদ হোসেনমোঃ হাফিজুর রহমাননান্দিনা পূর্ব বাজারনান্দিনা
১১।সিপাহীরুস্তম আলীমফিজ উদ্দিন সরকারদড়ি হামিদপুর              ,,
১২।      —ওয়াহেদ নিতন আলীখড়খড়িয়া              ,,
১৩।      —আজিজুর রহমানমহির উদ্দিননান্দিনা               ,,
১৪।      —শাহজাহান আলীআব্দুল জববার সরকারখড়খড়িয়া              ,,
১৫।       —নাজিম উদ্দিনহাজী মোহাম্মদ আলীমহাডাঙ্গাকালিবাড়ী
১৬।      —আয়েজ উদ্দিনমান্দি শেখদমদমাশৈলেরকান্দা
১৭।      —হেলাল উদ্দিনআবু বক্কর মন্ডলবাড়ী ঘাঘুরীমহনপুর
১৮।     —মোফাজ্জল হোসেন হোসেনহোসেন আলী সরকারমহনপুরলাহিড়ী কান্দা
১৯। হাবিলদারঈমাম উদ্দিনমৃত সাহেব উদ্দিনচরপাড়াবারুয়ামারী
২০। সিপাহীমোবারক হোসেনআফসর আলীজামিরাজামিরা নতুন বাজার
২১।      –জামাল উদ্দিননাসির উদ্দিনআড়ালিয়ানরুন্দি
২২।      –তোফাজ্জল হোসেনমৃত নইম ঊদ্দিনমহনপুরলাহিড়ীকান্দা
২৩।      –মোঃ ইমান উদ্দিনমৃত মনির উদ্দিন মৃন্সীপাবইপাবই বাজার