আমার প্রিয় সংগঠন জামালপুর সদর উপজেলা সমিতি,ঢাকা এর সদস্যদের জন্য একটি ওয়েব পোর্টাল চালু করতে পেরে আমি আনন্দিত। এই পোর্টালের মাধ্যমে সমিতির কর্মকান্ড, আজীবন সদস্য সংক্রান্ত তথ্য, জামালপুরের ইতিহাস ও ঐতিহ্য তথ্যাদি জানা যাবে। এই পোর্টালে সকল সহকর্মীর প্রোফাইল রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে, যেখানে সকল কর্মকর্তার জীবন বৃত্তান্ত সন্নিবেশিত হবে। এই পোর্টালকে আরো সমৃদ্ধ করতে সকল সহকর্মীর আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আশা করছি। আমার দৃঢ় বিশ্বাস এই পোর্টালের মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ, বিশ্বাস এবং পারস্পারিক আস্থা বাড়বে, একই সাথে ডিজিটাল বাংলাদেশের পথে আমরা একধাপ এগিয়ে যাবো।
পরিশেষে ওয়েব পোর্টাল চালুর জন্য সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।