জামালপুর সদর উপজেলা শিক্ষা, সংস্কৃতি ও লোক ঐতিহ্যের লীলাভূমি। উপজেলার বাসিন্দাগণ ঢাকা মহানগরী, নারায়নগঞ্জ, টঙ্গি, কেরানীগঞ্জ, সাভার এবং গাজীপুরে প্রবাসী জীবন যাপন করিতেছে।

 

তাঁহাদের মধ্যে একতা, সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক সম্পক গড়িয়া তোলা এবং ঐতিহ্য ও ঐতিহাসিক একাত্ববোধ রক্ষা এবং জনগনের কল্যাণ সাধনের লক্ষ্যে জামালপুর সদর উপজেলা সমিতি, ঢাকা ১৯৯২ সালের ৯ জুন তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা বিভাগের নিবন্ধনের মাধ্যমে যাত্রা শুরু করে। যদিও এই সমিতি গঠনের কাজ ১৯৮৬ সালে শুরু হয়েছিল। ঢাকাস্থ জামালপুর সদর উপজেলার ১৮ বৎসর হইতে যে কোন বয়সের ব্যক্তি কতিপয় শত পূরণ করে জামালপুর সদর উপজেলা সমিতি,ঢাকা’র সদস্য হতে পারবে।

 

বর্তমানে সমিতিতে ১০০ জন আজীবন সদস্য, ৭৩ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা পরিষদ, ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ রয়েছে। নির্বাহী পরিষদের কার্যকাল ৩(তিন) বৎসর।